Posts

Showing posts from May, 2022

Shima Nai || Fokir Lal Miah || সীমা নাই || ফকির লাল মিয়া

Image
  Shima Nai || Fokir Lal Miah || সীমা নাই || ফকির লাল মিয়া Skit (Intro) বাংলাদেশে যারা একদম সিলেটি পিওর সিলেটি বলতে এখন নাই সবই লন্ডন চলে আসছে, নাহলে ওখানে পড়াশুনা শিখে ভদ্র হয়ে গেছে। হাহাহা! বুঝলেন না! তো এখন তারা খুবই ভদ্র ভাষায় কথা বলে আর সিলেটি লোকাল ল্যাঙ্গুয়েজ টা আর নাই তাদের মধ্যে। HOOK: (Start at 1:10) কি আনন্দ মনে মনে মাহফুজ ভাইয়ে ব্যবসা করে শুকনা গাছে পুষ্প ধরে, আসমান থাইক্কা জোসনা ঝরে আনন্দের আর কোন সীমা নাই,  ও মাহফুজ ভাই আনন্দের আর কোন সীমা নাই কি আনন্দ মনে মনে মাহফুজ ভাইয়ে ব্যবসা করে শুকনা গাছে পুষ্প ধরে, আসমান থাইক্কা জোসনা ঝরে আনন্দের আর কোন সীমা নাই,  ও মাহফুজ্জা হালাল কইরা টাকা কামা ভাই। Main Lyrics: ভার্স - 1 তোমার ভাই আমার ভাই মাহফুজ ভাই মাহফুজ ভাই পকেট ভর্তি কালো টেকা মাথাই কুনো ঘেলু নাই পাব্লিকের সব পয়সা মাইরা ভাইজান এখন হাতেম তাই ভুইয়া বাড়িরর চামচা শালা, মাগুর মাছের জমজ ভাই ভাবী খালি গান শুনাইছে আমার গান তো শোন নাই কোট টাই রাইখা দৌড় ফালাইবা; আমি খালি একটাই গাই তাই তাই তাই! ঢাহা শহর যাই বউরে দিয়া গান গাওয়াইয়া নাম কামাইবার চাই কি আনন্দ মনে মনে কুল কিনারা নাই বউরে দ

Dour De || Fokir Lal Miah || দৌড় দে || ফকির লাল মিয়া Lyrics.

Image
 Dour De || Fokir Lal Miah  এই জঙ্গলের রাজা আমি আইয়া কইলাম লাগিসনা হাওয়া কইরা দিমু তোরে থানা পুলিশ পাইবনা চেহারা সুরোত পাল্টায় দিমু ভাই ভেরাধার চিনবনা পির মুর্শিদের দোহাই লাগে আমারে আর ডাকিসনা যেমনে আছি ভালো আছি আমার মতন থাকতে দে গুটিবাজী কইরা ঘুরাও পরে জিগাও আমি কে কাটা ছিড়া শরীর আমার লবণ আইসা ঢাইলা দে রক্তে ভিজা শরীর আমার ভালো কইরা জ্বলতে দে এই জীবনে যা কামাইসি সবই নিজের মেহনতে খাইয়া আমার কাম নাই কোনো তোগো দিমু কুন দুক্ষে।  রাজ্য আমার রাজা আমি আমারে আর ফিরায় কে  পয়সা দিয়া পাখা কিনয়া উড়াল দিমু আসমানে। কি লাভ হইবো বিচার দিয়া পির ফকিরের দরবারে? আমি যখন উপাস ছিলাম পির ফকিরে খাওয়াইসে? যেই টাকা এই দুনিয়াটা সারাজীবন ঘুরাইসে  সেই টাকারে বাপ ডাকাইয়া ঢুকাইসে আইজ পকেটে। দৌড় দে দৌড় দে  সময় থাকতে দৌড় দে মাথায় একখান গামসা বাইন্ধা  যেমনে পারস দৌড় দে জীবন টারে বাজী রাইখা ঘোড়ার মতন দৌড় দে দৌড় দে দৌড় দে  সব ফালাইয়া দৌড় দে  ধরতে পারলে খবর আছে  মামা কইলাম দৌড় দে আল্লাহর কাছে যান টা রাইখা চোখটা মুইঝা দৌড় দে তুই কে আর হে কে  আমার লগে তাল দে আমি হইলাম উড়োজাহাজ এইটা আমার রানওয়ে ।। সুডো বেলার কাহিনী সবতো