Dour De || Fokir Lal Miah || দৌড় দে || ফকির লাল মিয়া Lyrics.

 Dour De || Fokir Lal Miah 

এই জঙ্গলের রাজা আমি আইয়া কইলাম লাগিসনা হাওয়া কইরা দিমু তোরে থানা পুলিশ পাইবনা চেহারা সুরোত পাল্টায় দিমু ভাই ভেরাধার চিনবনা পির মুর্শিদের দোহাই লাগে আমারে আর ডাকিসনা যেমনে আছি ভালো আছি আমার মতন থাকতে দে গুটিবাজী কইরা ঘুরাও পরে জিগাও আমি কে কাটা ছিড়া শরীর আমার লবণ আইসা ঢাইলা দে রক্তে ভিজা শরীর আমার ভালো কইরা জ্বলতে দে এই জীবনে যা কামাইসি সবই নিজের মেহনতে খাইয়া আমার কাম নাই কোনো তোগো দিমু কুন দুক্ষে।  রাজ্য আমার রাজা আমি আমারে আর ফিরায় কে  পয়সা দিয়া পাখা কিনয়া উড়াল দিমু আসমানে। কি লাভ হইবো বিচার দিয়া পির ফকিরের দরবারে? আমি যখন উপাস ছিলাম পির ফকিরে খাওয়াইসে? যেই টাকা এই দুনিয়াটা সারাজীবন ঘুরাইসে  সেই টাকারে বাপ ডাকাইয়া ঢুকাইসে আইজ পকেটে।
দৌড় দে দৌড় দে 
সময় থাকতে দৌড় দে
মাথায় একখান গামসা বাইন্ধা 
যেমনে পারস দৌড় দে
জীবন টারে বাজী রাইখা
ঘোড়ার মতন দৌড় দে
দৌড় দে দৌড় দে 
সব ফালাইয়া দৌড় দে 
ধরতে পারলে খবর আছে 
মামা কইলাম দৌড় দে
আল্লাহর কাছে যান টা রাইখা
চোখটা মুইঝা দৌড় দে
তুই কে আর হে কে 
আমার লগে তাল দে
আমি হইলাম উড়োজাহাজ
এইটা আমার রানওয়ে ।।

সুডো বেলার কাহিনী সবতো আমার মনে নাই। মনে আছে বাপে খালি কথা দিয়ে ফিরে নাই যোদ্ধ কইরা বাইচা আসি আমার কুনো দুঃখ নাই এই জগতে কাপুরুষের থাকার কোনো দাবি নাই মইরা গেলে আরো বিপদ আল্লাহ থাইকা রেহাই নাই বাজারে যাই কইয়া গেলো ফিরবো কইলো বিকালে বছরের পর বছর গেলো খুঁজমু তারে কোনখানে? ধোঁকা দিয়া গেসে চইলা বিশ্ব বড়ো বেঈমানে সামনে যেদিন পাইমু তোরে রুজ হাশরের ময়দানে মাটির লগে পুইতা রাখুম বাপজান আমি তুমারে  মনে করস বাইচা গেসো বিপদ থাইকা রেহাই পাইস পরিবাররে রাস্তায় রাইখা নতুন কইরা ঘর বানাইস ভালো থাকো সুখে থাকো একটা কথা মনে রাইখ তোমার দেওয়া কষ্ট একদিন তুমার বুকে লাথি মারবো পাড়াপসী দেখতে আইবো সবাই লইয়া ঠাট্টা করবো তখন ঠিকি রাইখা আসা দিনের কথা মনে পড়বো
লিস্ট কইরা কি আর করবা হিসাব করব কিভাবে!?
দৌড় দে দৌড় দে 
সময় থাকতে দৌড় দে
মাথায় একখান গামসা বাইন্ধা 
যেমনে পারস দৌড় দে
জীবন টারে বাজী রাইখা
ঘোড়ার মতন দৌড় দে
দৌড় দে দৌড় দে 
সব ফালাইয়া দৌড় দে 
ধরতে পারলে খবর আছে 
মামা কইলাম দৌড় দে
আল্লাহর কাছে যান টা রাইখা
চোখটা মুইঝা দৌড় দে
তুই কে আর হে কে 
আমার লগে তাল দে
আমি হইলাম উড়োজাহাজ
এইটা আমার রানওয়ে ।।

কঠিন একখান দুনিয়া খোদাতালা বানাইসে সাত আসমানের উপরে বইসা সুতা ধইরা টানতাসে মানুষ নামের পুতুল গুলা লাফালাফি করতাসে দৌড়াদৌড়ি করতাসে কারণ ছাড়া কানতাসে জীবন বাজী রাইখা তারা পাগল হইয়া নাচতাসে
লিস্টে যদি জায়গা থাকে আমি কিছু করি নাই
আল্লাহ সবই দেখতাসে দারুন মজা লোইতাসে
একই দুষের দুষী আমরা ভালা কে আর খারাপ কে
খাতার মাজে লিস্টও কইরা রাখতাসে 
আমার নামটা কৈ ঢুকাইবা লিস্টে তুমার জায়গা নাই
আমি কিছু লেখি নাই আমি কিছু শুনি নাই
চোখে পানি জমসে ঠিকই আমি কিন্ত কান্দি নাই
উষ্টা খাইয়া ঠিকই পড়ছি শুইয়া কিন্তু থাকি নাই
দুই হাত তুইলা চাইসি খোদা তুমি তখন দেখো নাই
আজ এক দুইটা প্রশ্ন আছে আমি খালি জবাব চাই।

Track Details:

Track Name: Doue De
Lyrics/tune/artist : Fokir lal Miah
Published By: Shutter Speed

Original Song

Comments

Popular posts from this blog

দুঃখ - বাংলা কবিতা। New Bangla Poem 2022 || Sad Status Bangla

KGF Chapter-2 Full Movie in Bangla. কেজিএফ স্টোরি বাংলা