দুঃখ - বাংলা কবিতা। New Bangla Poem 2022 || Sad Status Bangla

দুঃখ- Dukkhyo


 এমন ভাবে হাটো যাতে পাহার রাস্তা দেয় ছেরে
এমন ভাবে খেলো যাতে রেফারি যাই হেরে
রাস্তার পাশে আজ দাড়িয়ে আছে কেরে?
ঈগল নাকি পাহারের বাসা গেছে ছেরে
ঈগল নাকি শকুনের সাথে করবে শত্রুতা
দেশের টাকা লুটে নিয়ে বিদেশের সাথে মিত্রতা

ধোকা
দিয়েছে শুধু ধোকা

দিয়েছে গরম শিকে ছ্যাকা
মাঠের রাস্তাটা ফাকা
ঢাকাই নাকি উরছে টাকা
তাতে আমার কি

টাকার কোন দাম নাই
টাকার কোন মান নাই
পাচ দশ লাখ পকেটে থাকলে
জীবনে আর কি চাই?
যার পেটে কোন ভাত নাই
ডাকার জন্য নাম কিন্তু নামের কোন মানে নাই
নামের আছে মানে কিন্তু নাম রাখছে নাম নাই

ভাত খাই  টাকার অভাবে চেতে পারেনা তরকারী
আজ টাকার বদলে বিক্রি নিষিদ্ধ 
সবার জন্য  দরকারী
যে কালোটাকাই চলে তার কোন অভাব নাই
যে সততাই চলে তার কোন ভাত নাই
সমাজে নাম নাই
মানুষের কাছে দাম নাই
মাথায় কারো হাত নাই

সমূদ্র পাড়ি দিচ্ছে  সাথে কোন মাঝি নাই
সমূদ্র পাড়ি দিচ্ছে সাথে কোন নৌকা নাই
সমূদ্র পাড়ি দিচ্ছে সাথে কোন বৈঠা নাই
সমূদ্র পাড়ি দিচ্ছে সাথে কোন সাপোর্ট নাই

এরা অনেক দিন বাচে
শুধু মৃত্যুতে মরে যাই
এরা অনেক কাজ করে
শুধু নিয়তের কাছে হেরে যাই
শুধু নিয়তির কাছে হেরে যাই
নিয়মের কাছে ফেসে যাই

কপাল যখন খারাপ থাকে কারো সাপোর্ট পাই না
অনেক কাজ করে
শুধু ন্যায্যটুকো পাই না
শুধু পাওনাটুকো পাই না
ধার-বাকি আর সুদের ব্যাবসায় কোনদিন মাথা ডোবায় না
তাই কারো প্রিয় হয় না।

এরা একা একা চলে, 
একা একা বলে
একা একা লড়ে
এরা কষ্টকরে বড় হয়

কাউকে করেনা ভয়
এরা ভয় কে করেছে জয়
এরা জয় কে করেছে ক্ষয়
এরা মাঝ রাতে পার হয়

এরা  অস্ত্র হাতে পার হয়
এরা বস্ত্র নিয়ে পার হয়
শিক্ষা নিয়ে পার হয়
ধনিকে ভিক্ষা দিয় বড় হয়
মানুষ খেতে পারেনা

আর বড়লোকের শক খাবার নষ্ট করা
ভুলে গিয়েছে ওদের পূর্বপুরুষের কষ্ট করে গড়া
সেই ইমরাতের মান তারা কি দিয়েছে
সেই ইমারতে দান তারা কি করেছে?
দেশের জন্য কি করেছে?
এরা দেশকে কি দিয়েছে?
এরা দেশের কাছ থেকে কি পেয়েছে?

সব লুটে শুধু নিয়েছে
আর দিয়েছে গরীবকে গালি
তোমরা সবাই বাগানের ফুল 
আর আমি হলাম মালি।
Sad Status Bangla

দুঃখ - বাংলা কবিতা। New Bangla Poem 2022 || Sad Status Bangla, Quotes - 100, দুঃখ- Dukkhyo



Comments

Popular posts from this blog

পিচ্চি বউ প্রথম পর্ব || New Romantic Bangla Story.

Dour De || Fokir Lal Miah || দৌড় দে || ফকির লাল মিয়া Lyrics.