Shima Nai || Fokir Lal Miah || সীমা নাই || ফকির লাল মিয়া

 Shima Nai || Fokir Lal Miah || সীমা নাই || ফকির লাল মিয়া

Skit (Intro)

বাংলাদেশে যারা একদম সিলেটি পিওর সিলেটি বলতে এখন নাই সবই লন্ডন চলে আসছে, নাহলে ওখানে পড়াশুনা শিখে ভদ্র হয়ে গেছে। হাহাহা!

বুঝলেন না! তো এখন তারা খুবই ভদ্র ভাষায় কথা বলে আর সিলেটি লোকাল ল্যাঙ্গুয়েজ টা আর নাই তাদের মধ্যে।

HOOK:

(Start at 1:10)
কি আনন্দ মনে মনে মাহফুজ ভাইয়ে ব্যবসা করে
শুকনা গাছে পুষ্প ধরে, আসমান থাইক্কা জোসনা ঝরে
আনন্দের আর কোন সীমা নাই, 
ও মাহফুজ ভাই আনন্দের আর কোন সীমা নাই

কি আনন্দ মনে মনে মাহফুজ ভাইয়ে ব্যবসা করে
শুকনা গাছে পুষ্প ধরে, আসমান থাইক্কা জোসনা ঝরে
আনন্দের আর কোন সীমা নাই, 
ও মাহফুজ্জা হালাল কইরা টাকা কামা ভাই।

Main Lyrics:

ভার্স - 1

তোমার ভাই আমার ভাই মাহফুজ ভাই মাহফুজ ভাই
পকেট ভর্তি কালো টেকা মাথাই কুনো ঘেলু নাই
পাব্লিকের সব পয়সা মাইরা ভাইজান এখন হাতেম তাই
ভুইয়া বাড়িরর চামচা শালা, মাগুর মাছের জমজ ভাই
ভাবী খালি গান শুনাইছে আমার গান তো শোন নাই
কোট টাই রাইখা দৌড় ফালাইবা; আমি খালি একটাই গাই

তাই তাই তাই! ঢাহা শহর যাই
বউরে দিয়া গান গাওয়াইয়া নাম কামাইবার চাই
কি আনন্দ মনে মনে কুল কিনারা নাই
বউরে দিয়া গান গাওয়াইলা পাব্লিকে তো শুনেনা
তুমি কইলা মার্কেট পাইসে দোকানে তো দেখি না
মাহফুজ মিঞা শুইন্না রাখো এই ফকিররে চেন না
আমার গানে মার্কেট পাইতে বাপ্পি লেহরি লাগে না

টাকা দিয়া গান কেনা যায় মার্কেট কেনা যায় না
মুরগির কান্দে মই দিয়া হালচাষ করান যায় না

(ভার্স-2)

মতিউরের পোলার কথা শুনলে সবই বোঝা যায়
দিন দুপুরে বাপের বেটা উল্টা পাল্টা জিনিস খাই
নিজের টাকাই মেডের কিইন্না গলায় পইড়া ঢং দেখাই
মানিব্যাগে পয়সা থাকলে মুক্তিযোদ্ধা হইয়া যায়
বরশি আমার, মাছও আমার ভাজি কইরা গোপাল খাই
যুদ্ধ করলো ওসমানী আর ফেরী ওয়ালা নাম কামাই
দুই নম্বরী কাম কইরা সব টাকার পাহার বানাইছো
বউরে দিয়া গান গাওয়াইয়া সাইডে ব্যবসা করতাছো

অনেক টাকার মালিক তুমি তোমারে কে আটকাইবো?
মুখের লাগাম খুইলা রাইখা যেইটা ইচ্ছা কইতাছো
যেই হাত তোরে খাওয়াই বেটা ওই হাতে তুই কামর দেস
দেশ বিদেশে মিছিল মারস আমার সোনার বাংলাদেশ

লাল ফকিরের ঘাটি শালা চারিদিকে চাইয়া দেখ
চারাল মার্কা চুলের কাটিং হালাই নাকি ডক্টরেট
পাগলের আর কিতা কইবো ছাগলে আর কিতা খাই
দিনাজপুরের চারাল বেটা তর কথায় কি আসে যায়

ভার্স - 3

মানুষ কি সব মফিজ নাকি যেইডা কইবি শুনবো
দেশ ডা কি তোর বউয়ের মতো যেমনে কইবি চলবো
উঠবো আর বসবো, সালাম খালি করবো
মানুষ কি তোর খাইনা পড়ে যেইডা কবি শুনবো
সারা;দিন তোর চ্যানেল দেইক্খা আঙ্গুল খালি চুষবো
হাসবো আর নাচবো পিছে পিছে ঘুরবো
চকলেট একটা ধরাই দিলে মুখটা বন্ধ থাকবো
বাঙ্গালিরা সময় আইলে তরে ঠিকই ধরবো
পিডাইয়া তোর কমরের সব হাড্ডি গুড্ডি ভাঙ্গবো
কিল ঘুষি তোর মুখের উপর উইরা গিয়া পড়বো
সাগর রুনি খুনের খুনি তোমার কইলাম রেহাই নাই
লক্ষ সাগর ঘরে ঘরে আজকে আমরা জানতে চাই
খুনি নিজে খুনি বলছে সরকার নাকি শুনে নাই
কত টাকা খরচ করে আইন আদলত কিনসো ভাই
এতো দিন ত সবই দেখলাম আজকে খালি জবাব চাই

Comments

Popular posts from this blog

দুঃখ - বাংলা কবিতা। New Bangla Poem 2022 || Sad Status Bangla

Dour De || Fokir Lal Miah || দৌড় দে || ফকির লাল মিয়া Lyrics.

KGF Chapter-2 Full Movie in Bangla. কেজিএফ স্টোরি বাংলা