Posts

Showing posts from April, 2022

KGF Chapter-2 Full Movie in Bangla. কেজিএফ স্টোরি বাংলা

Image
KGG Chapter-2 Story in Bangla Details: Movie: KGF Chapter 2 Story: Prashanth Neel Cast: Yash, Sanjai Dutt, Ravina Tendo Directed by: Prashant Neel Producer: Vijay Kiragandur Cinematography by: Bhuvan Gowda Edited By: Ujwal Kulkarni Budget: 100 crore INR. 1filmy4wap Review KGF Chapter-2 Main story: কেজিএফ চ্যাপ্টার-2 (KGF Chapter-2) মুভির শুরুর ঘটনা রকি যখন কেজিএফ এ ঢুকে গেরুরা  (কেজিএফ ভিলেন) কে মেরে ফেলেছিলো তখন সে সেই ২০ হাজার লোকের কাছে রাজা হয়ে উঠেছিলো। গেরুরার লোকেরা রকি কে মারতে চেয়েছিলো কিন্তু ঐ ২০ হাজার লোকেরা তাদের রাজাকে বাঁচিয়েছিলো। গেরুরা কে মারার পরে  কেজিএফ চ্যাপ্টার-2 (KGF Chapter-2)  এ রাজ করার কথা ছিলো রকির কিন্তু তার পরে কি হয়েছিলো তা শুধু জানতো আনান্দ। আনান্দ  কেজিএফ চ্যাপ্টার-1 (KGF Chapter-1) এ হার্ট অ্যাটাক করে মারা যায়। তবে তিনি যখন নিউজ চ্যানেলের কর্মকর্তা দিপাকে কেজিএফ চ্যাপ্টার-1 (KGF Chapter-1) এর ব্যাপারে জানাচ্ছিলো তখন সেই কথা দিপা বিশ্বাস করছিলো না। সেই জন্য আনান্দ বলে যে তোমার বিশ্বাস না হলে গিয়ে দেখ  কেজিএফ এ তারা তাদের রাজার মুর্তি   পুতে রেখেছে। তুমি চ

Nosto somaj || New Bangla Poem- 2022। নষ্ট সমাজ। বাংলা কবিতা।

Image
  নষ্ট সমাজ Noshto Somaj নষ্ট সমাজ এখন থেকেই শুরু না শুরু থেকে শুরু করো নইলে গুরুও ঠেকাতে পারবে না আর এই সমাজে? কবি, নাস্তিক, সাত-পাঁচ সব শালাই নষ্ট টাকার জন্য কষ্ট৳ আর টাকা দিয়েই নষ্ট করেছে সমাজ নাকি করেছ তুমি? প্রেমিক প্রেমিকা নিয়ে লেখা নাকি বৈধ টুইঙ্কল লিটিল ষ্টার থেকে হয়ে গেছে সুপারষ্টার দশ লক্ষ টাকা আছে তাই সবই আজ তার কবি করে নোংরামী গদ্যকার লিখে চটি বছর পনের পর ছেলে খেতে শুরু করে গুটি ইঞ্জিনিয়ার পরা শেষ করে বিদেশ গিয়ে ব্যাংকে চাকরী উদ্দেশ্য নাই শুধু ব্যবহারটা বকরীর পড়া লাগে তাই পড়ে জানার জন্য না নামাজ পরে, রোজা রাখে সুদও খাই হজ্জ যাকাত শেষ করে ঘুষের টাকাই ছাগল চুরি করে এরা কোরবানি দেখাই নাস্তিকতার নাম দিয়ে ইসলাম শেখাই সবই তোমার ব্যাক্তিগত মানুষের তাইলে দরকার কি? তোমার বিশ্বাস, তোমার খেতা কাপড় খোলা দেখই সবই অধিকারটা ছিনতাই করে বসিয়েছ রাস্তাই শিক্ষা দিক্ষা চিকিৎসা, কিন্তু দেশের মাটিতে ভাত নাই নয়-দশ বছর পর দেশ ছেরে যখন পালাই নষ্ট সমাজের নষ্টামিতে সবাইকে রেখে যায়

এসেছে রমজান গলজ লিরিক্স ।। Esece Ramadan gojol lyrics

এসেছে রমজান গজল লিরিক্স এসেছে রমজান কলরব গোষ্ঠির একটি ইসলামিক গজল (গান।) গত ২৮ মার্চ ২০২২ সালে গজলটি হলিটিউন প্রকাশনীতে প্রকাশ পায়। নিচে এসেছে রমজান গজলের লিরিক্সটি দেওয়া হলো।   আকাশের মাঝে দেখি চাঁদ হেসেছে খুশির বার্তা নিয়ে রমজান এসেছে, আকাশের মাঝে দেখি চাঁদ হেসেছে খুশির বার্তা নিয়ে রমজান এসেছে। আত্মহারা আজ মুমিনের প্রান স্বপ্ন দেখে হবে তাজা ঈমান আমল বাড়াবে ঈমান সাজাবে আমল বাড়াবে ঈমান সাজাবে হয়ে যাবে রবের এক সুপ্রিয় নাম। রমজান এসেছে এসেছে রমজান রমজান এসেছে এসেছে রমজান রমজান এসেছে এসেছে রমজান রমজান এসেছে এসেছে রমজান। ওয়াহিব্বুকা ইয়া রমাদ্বান ওয়াহিব্বুকা ইয়া রমাদ্বান ওয়াহিব্বুকা ইয়া রমাদ্বান। দুনিয়ার মোহে পড়ে কেটেছে বছর মাসজিদ কোরআনের নেইনি খবর দুনিয়ার মোহে পড়ে কেটেছে বছর মাসজিদ কোরআনের নেইনি খবর। ভালো কাজ দেখে শুনে আমি ছেড়েছি অশুভের কাছে নত হয়ে হেসেছি। সবকিছু ভুলে হাঁসে মুমিনের প্রান স্বপ্ন দেখে হবে তাজা ঈমান। রমজান এসেছে এসেছে রমজান রমজান এসেছে এসেছে রমজান রমজান এসেছে এসেছে রমজান রমজান এসেছে এসেছে রমজান। ওয়াহিব্বুকা ইয়া রমাদ্বান ওয়াহিব্বুকা ইয়া রমাদ্বান ওয়াহিব্

শোন মানুষ ডাকছে তোমায় lyrics || Ramadan gojol lyrics

Image
  Ramadan gojol lyrics শোন মানুষ ডাকছে তোমায় Lyrics   সৃষ্টি   যত   সবার   মাঝে   সুখের   হাওয়া   বয়ে   যাক সৃষ্টি   যত   সবার   মাঝে   সুখের   হাওয়া   বয়ে   যাক   সৃষ্টি   যত   সবার   মাঝে   সুখের   হাওয়া   বয়ে   যাক সৃষ্টি   যত   সবার   মাঝে   সুখের   হাওয়া   বয়ে   যাক   শোন   মানুষ   ডাকছে   তোমায়   রমজানুল   মোবারাক শোন   মানুষ   ডাকছে   তোমায়   রমজানুল   মোবারাক   শোন   মানুষ   ডাকছে   তোমায়   রমজানুল   মোবারাক শোন   মানুষ   ডাকছে   তোমায়   রমজানুল   মোবারাক   সৃষ্টি   যত   সবার   মাঝে   সুখের   হাওয়া   বয়ে   যাক সৃষ্টি   যত   সবার   মাঝে   সুখের   হাওয়া   বয়ে   যাক   শোন   মানুষ   ডাকছে   তোমায়   রমজানুল   মোবারাক শোন   মানুষ   ডাকছে   তোমায়   রমজানুল   মোবারাক   সেহরীতে    জাগার   মাঝে   মুমিন   যে   পাই   কি   শান্তি সেহরীতে    জাগার   মাঝে   মুমিন   যে   পাই   কি   শান্তি   তারাবিতে   দূর   করে   দেয়   সকল   বিবেধ   ভ্রান্তী তারাবিতে   দূর   করে   দেয়   সকল   বিবেধ   ভ্রান্তী   ইফতারিতে   সূখ   অনাবিল   তাহার   মাঝে   নেই   তো   ফাক ইফতারিতে   সূখ   অনাবিল   তাহার   মাঝে   নেই

ফিরিয়ে দাও। সেই দিন। বাংলা কবিতা- 2022

Image
 ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ; সেই দিন; যেই দিন ছিলাম সুতো ছেড়া ঘুড়ির মতো ছুটি দিনের মতো তুমি যদি জানতে আমি কতটা চাই থাকতে তোমার ছায়াই এক শতক আগে; নাকি ছিলো কিছু বাকি রাজত্ব ছেরে দাসত্ব হলো তাও দিলো ফাকি তুমি মনে করেছো মাজারে পাবে তুমি মনে করেছ বাজারে পাবে পীরের কাছে শির্ক করে এসেছো ফিরে যেমন পাখি ফিরে যাই দিন শেষে নিজের নীড়ে খুঁজেছ কোন ভীরে? কোন ভরে? দেখ তাকিয়ে একবার কবর খুড়ে নিজেই নিজের, যে করে বেড়াই ভুল অল্প সুখের জন্য ছিরেছ ফুল ভুলের উপর ভুল; কায়কোবাদ কে দেখ তুমি প্রতিটা দিন, অহংকার করেছ আর করেছ ঋণ তোমার ইবাদত গুলো আর কবুল হয় না? আল্লাহর কাছে মাফ চাও; বৃথা যাবে না তওবা করতে ভয় পাও? লজ্জা লাগে না? খারাপ কাজ এতো কর ভয় লাগে না? আল্লাহ করেছে সৃষ্টি তোমায় দিয়েছেন সকল নিয়ামত তোমায় পাপ করে রিয়া করে, দুঃখ জমাও? প্রতিদান পাবে না এই ভয় পাও? তোমার ভয় কি আমি তা জানি যদি ফিরিয়ে নিতে তাও বা মানি সেই রঙ্গিন দিনের মতো রঙ্গিন সুতোয় তোমার কথা আজও মনে হয় শুধু তুমি গেছ বদলে, ফিরিয়ে নিয়েছ কত কেউ জানেনা কি ফিরিয়েছো? তাও জানো না? কি জানোনা? তাও জানো না নিজে ফিরে আসো নইলে ফিরিয়ে দাও হক নষ্ট করে কি মজা পাও? বুঝ

দুঃখ - বাংলা কবিতা। New Bangla Poem 2022 || Sad Status Bangla

Image
দুঃখ- Dukkhyo  এমন ভাবে হাটো যাতে পাহার রাস্তা দেয় ছেরে এমন ভাবে খেলো যাতে রেফারি যাই হেরে রাস্তার পাশে আজ দাড়িয়ে আছে কেরে? ঈগল নাকি পাহারের বাসা গেছে ছেরে ঈগল নাকি শকুনের সাথে করবে শত্রুতা দেশের টাকা লুটে নিয়ে বিদেশের সাথে মিত্রতা ধোকা দিয়েছে শুধু ধোকা দিয়েছে গরম শিকে ছ্যাকা মাঠের রাস্তাটা ফাকা ঢাকাই নাকি উরছে টাকা তাতে আমার কি টাকার কোন দাম নাই টাকার কোন মান নাই পাচ দশ লাখ পকেটে থাকলে জীবনে আর কি চাই? যার পেটে কোন ভাত নাই ডাকার জন্য নাম কিন্তু নামের কোন মানে নাই নামের আছে মানে কিন্তু নাম রাখছে নাম নাই ভাত খাই  টাকার অভাবে চেতে পারেনা তরকারী আজ টাকার বদলে বিক্রি নিষিদ্ধ  সবার জন্য  দরকারী যে কালোটাকাই চলে তার কোন অভাব নাই যে সততাই চলে তার কোন ভাত নাই সমাজে নাম নাই মানুষের কাছে দাম নাই মাথায় কারো হাত নাই সমূদ্র পাড়ি দিচ্ছে  সাথে কোন মাঝি নাই সমূদ্র পাড়ি দিচ্ছে সাথে কোন নৌকা নাই সমূদ্র পাড়ি দিচ্ছে সাথে কোন বৈঠা নাই সমূদ্র পাড়ি দিচ্ছে সাথে কোন সাপোর্ট নাই এরা অনেক দিন বাচে শুধু মৃত্যুতে মরে যাই এরা অনেক কাজ করে শুধু নিয়তের কাছে হেরে যাই শুধু নিয়তির কাছে হেরে যাই নিয়মের কাছে ফেসে যাই কপাল

সেই দিন গুলো- বাংলা কবিতা 2022 - Quotes 100

Image
 সেই দিন গুলো এখনো কি মনে পড়ে? হ্যা মনে পরার কথা তবে ভুলে গেলে দোষ নেই মনে রাখতে হবে এর কোন মানে নেই মনে নেই; তাই হয়তো গেছ ভুলে নইলে দূরে এতো তারাতারি সড়তে পারতে না অন্য কাউকে সেই জায়গায় ভাবা যেত না জানি হতো না কখনো আর ফিরে পাবেও না কখনো যদি মেনে নিতে চাও তাইলে সম্ভব সত্য তবে তোমার যা অভ্যাস; সবই বিষাক্ত তিক্ত নজর দিয়ে তাকানো অভ্যাস যে যা বলো তাই করে ফেল বিশ্বাস অবিশ্বাস তোমার প্রতিটা নিশ্বাসে আমার দুঃখ তোমাই ছুতে পাই না চলে যায় একা দূর আকাশে তা ছাড়া তো এখন আর কোন পথ নেই অপরাধ যা করোছ তার কোন ছাড় নেই একা সময় তুমি আমার করেছো নষ্ট আর তোমার জন্য করতাম আমি মিথ্য কষ্ট যত দিয়েছো কষ্ট সব হিসেবই আছে সব হিসেব দিতে হবে একদিন আমার কাছে যদি বলতে পারতে সাহস নিয়ে মেনে নিতাম সবই তোমার হয়তো জানা নেই কতোটা শক্ত হয় এক একজন কবি