সেই দিন গুলো- বাংলা কবিতা 2022 - Quotes 100

 সেই দিন গুলো এখনো কি মনে পড়ে?
হ্যা মনে পরার কথা
তবে ভুলে গেলে দোষ নেই
মনে রাখতে হবে এর কোন মানে নেই

মনে নেই; তাই হয়তো গেছ ভুলে
নইলে দূরে এতো তারাতারি সড়তে পারতে না
অন্য কাউকে সেই জায়গায় ভাবা যেত না

জানি হতো না কখনো
আর ফিরে পাবেও না কখনো
যদি মেনে নিতে চাও তাইলে সম্ভব সত্য
তবে তোমার যা অভ্যাস; সবই বিষাক্ত

তিক্ত নজর দিয়ে তাকানো অভ্যাস
যে যা বলো তাই করে ফেল বিশ্বাস
অবিশ্বাস তোমার প্রতিটা নিশ্বাসে
আমার দুঃখ তোমাই ছুতে পাই না
চলে যায় একা দূর আকাশে

তা ছাড়া তো এখন আর কোন পথ নেই
অপরাধ যা করোছ তার কোন ছাড় নেই
একা সময় তুমি আমার করেছো নষ্ট
আর তোমার জন্য করতাম আমি মিথ্য কষ্ট

যত দিয়েছো কষ্ট সব হিসেবই আছে
সব হিসেব দিতে হবে একদিন আমার কাছে
যদি বলতে পারতে সাহস নিয়ে মেনে নিতাম সবই
তোমার হয়তো জানা নেই কতোটা শক্ত হয় এক একজন কবি

সেই দিন গুলো- বাংলা কবিতা 2022 - Quotes 100, Bangla Poem, bangla Quoets, Bangla Love status, Sad status Bangla



Comments

Popular posts from this blog

দুঃখ - বাংলা কবিতা। New Bangla Poem 2022 || Sad Status Bangla

পিচ্চি বউ প্রথম পর্ব || New Romantic Bangla Story.

Dour De || Fokir Lal Miah || দৌড় দে || ফকির লাল মিয়া Lyrics.