Nosto somaj || New Bangla Poem- 2022। নষ্ট সমাজ। বাংলা কবিতা।

 নষ্ট সমাজ

Noshto Somaj

নষ্ট সমাজ এখন থেকেই শুরু না
শুরু থেকে শুরু করো নইলে গুরুও ঠেকাতে পারবে না
আর এই সমাজে?
কবি, নাস্তিক, সাত-পাঁচ সব শালাই নষ্ট
টাকার জন্য কষ্ট৳ আর টাকা দিয়েই নষ্ট
করেছে সমাজ নাকি করেছ তুমি?
প্রেমিক প্রেমিকা নিয়ে লেখা নাকি বৈধ
টুইঙ্কল লিটিল ষ্টার থেকে হয়ে গেছে সুপারষ্টার
দশ লক্ষ টাকা আছে তাই সবই আজ তার
কবি করে নোংরামী গদ্যকার লিখে চটি
বছর পনের পর ছেলে খেতে শুরু করে গুটি

ইঞ্জিনিয়ার পরা শেষ করে বিদেশ গিয়ে ব্যাংকে চাকরী
উদ্দেশ্য নাই শুধু ব্যবহারটা বকরীর
পড়া লাগে তাই পড়ে জানার জন্য না
নামাজ পরে, রোজা রাখে সুদও খাই
হজ্জ যাকাত শেষ করে ঘুষের টাকাই
ছাগল চুরি করে এরা কোরবানি দেখাই
নাস্তিকতার নাম দিয়ে ইসলাম শেখাই

সবই তোমার ব্যাক্তিগত মানুষের তাইলে দরকার কি?
তোমার বিশ্বাস, তোমার খেতা কাপড় খোলা দেখই সবই
অধিকারটা ছিনতাই করে বসিয়েছ রাস্তাই
শিক্ষা দিক্ষা চিকিৎসা, কিন্তু দেশের মাটিতে ভাত নাই
নয়-দশ বছর পর দেশ ছেরে যখন পালাই
নষ্ট সমাজের নষ্টামিতে সবাইকে রেখে যায়

Nosto somaj || New Bangla Poem- 2022।  নষ্ট সমাজ। বাংলা কবিতা।




Comments

Popular posts from this blog

দুঃখ - বাংলা কবিতা। New Bangla Poem 2022 || Sad Status Bangla

Dour De || Fokir Lal Miah || দৌড় দে || ফকির লাল মিয়া Lyrics.

KGF Chapter-2 Full Movie in Bangla. কেজিএফ স্টোরি বাংলা